নেশা মাথায় উঠেছে আর টাকা দিচ্ছে না বাবা ! এই অপরাধে নিজের বাবাকেই খুন করলো এক যুবক। বুধবার রাতে হাওড়ার রাজাপুর থানার জগন্নাথপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যাক্তির নাম তপন মন্ডল (৫৮)।
ঘটনায় রাজাপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবক কুমারেশ মন্ডলকে আটক করেছে।
অভিযুক্ত যুবক কুমারেশের বৌদি অঞ্জলী মন্ডল জানান কুমারেশ গত একমাস ধরে কাজে যাচ্ছিলনা। সারাদিন নেশা করে ঘুরে বেড়াত। নেশার টাকা
যোগাড় করতে না পারলে অশান্তি করত। কুমারেশের এই আচরনে আমরা সবসময় আতঙ্কে থাকতাম ।

Post Views: 24