ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠলো পুর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাঁচ যুবক ও যুবতীর। ভারতবর্ষে এই প্রথম মোটরসাইকেলে করে দীর্ঘ পথ অতিক্রম ও এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকিং করে রেকর্ড করলো এই পাঁচ জন।

দীর্ঘদিন পরিকল্পনার পর গত ১৭ ই মার্চ কলকাতার নিউ টাউন থেকে ভোর চারটায় তিনটি মোটরসাইকেলে করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয় তমলুকের পাঁচ যুবক যুবতী। ২১ মার্চ দুপুরে নেপালের নুনথালা গ্রামে পৌঁছায়, এবং ২৩ মার্চ সকাল নটায় নুনথালা
গ্রাম থেকে এভারেস্ট বেস ক্যাম্পে এপ্রিলের ৩ তারিখ দুপুর তিনটা নাগাদ পৌঁছে যায় তমলুকের পাঁচ যুবক-যুবতী।
দীর্ঘ রাস্তা জার্নির পথে মাঝেমধ্যেই ছিল অত্যন্ত দুর্গম পথ, কখনবা
অত্যাধিক শিলা বৃষ্টি, আবার কখনো রাস্তায় তুষার পাতের জেরে গাড়ি নিয়ে পড়ে যাওয়া। সবকিছু মিলিয়ে ভালো খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আবেদন করেছিলো পাঁচ জন।
প্রথম মেল আসে এবং কুরিয়ার এর মাধ্যমে সার্টিফিকেট মেডেল সহ সমস্ত জিনিস হাতে পাওয়ার পর খুশি ৫ যুবক-যুবতী। আগামী দিনে এর থেকে আরো বেশি দূর ও অন্যান্য কোন নতুন জায়গায় আবারও ট্রেকিং করতে চান এমনটাই জানান তারা।
