Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। নির্বাচনে জয়ী হওয়ার আশায় বট-অশ্বত্থ গাছের বিয়ে দিচ্ছে প্রার্থী ।।

নির্বাচনে জয়ী কত প্রার্থী কত রকম ভাবে মানুষের মন জয় করার চেষ্টা করেন,স্বপন দণ্ডপাট অবশ্য এদের থেকে আলাদা।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সাহাড়া পঞ্চায়েতের গ্রাম প্রধান স্বপন দণ্ডপাট।নিজের জয় নিশ্চিত করতে তিনি বট-অশ্বত্থ গাছের বিয়ের আয়োজন করেছেন।খুব শীঘ্রই বসবে সেই বিয়ের আসর।

এগরা ১ ব্লকের সাহাড়া পঞ্চায়েতের শীপুর গ্রাম সভা থেকে ২০১৮ সালে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন স্বপন দন্ডপাট।পরে ক্ষমতা দখলের সংখ্যাগরিষ্ঠের কাটাকুটিতে তাঁকেই গ্রাম প্রধান করে ক্ষমতা দখল করেছিলো বিজেপি।এবারও সেই আসনে নির্দল প্রার্থী হয়েছেন স্বপন বাবু।

নির্দল এই প্রার্থী জানিয়েছেন গত নির্বাচনে বট গাছ লাগিয়েই নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছিলাম।জয়ী হয়েছি,পরে গ্রাম প্রধানও হয়েছি।এবারেও মানুষের পাশাপাশি ভগবানের আশির্বাদ পেতে চাই ।
তাই আগামী বুধবার বট গাছ ও অশ্বত্থ গাছের বিয়ের আয়োজন করেছি।

Related News