পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরের বাসিন্দা শেখ আজিমুদ্দিন। শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের সাথে মৃত্যু হয় শেখ আজিমুদ্দিন নামে এই যুবকেরও । এমন ঘটনায় শোকাস্তব্ধ গোটা পরিবার।

কর্মসূত্রে সে কেরালা যাচ্ছিল বলে পরিবার সূত্রে খবর। এই ভয়াবহ রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাত এগারোটা নাগাদ তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। কেরালায় টাইলসের লেবারের কাজ করত শেখ আজিমুদ্দিন।

কিছুদিন আগে তাঁর মামার বাড়ি যায় আর সেখান থেকেই কেরালার উদ্দ্যেশ্যে যাওয়ার জন্য বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে উঠেছিল। কিন্তু আর কর্মস্থলে কিংবা বাড়ি ফেরা হল না তাঁর। সেখানেই তাঁর মৃত্যু হয়। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Post Views: 26