Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। বেলুড় মঠে ফলহারিনী ষোড়শী পুজো ।।

প্রতি বছরের মত এই বছরও অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে পালিত হচ্ছে ফলহারিনী কালীপুজো । বেলুড় মঠেও আজ একইভাবে সেই পূজার আয়োজন করা হয়েছে। আজ বেলুড় মঠে ও সকল কেন্দ্রে এই পূজা হবে।কথিত আছে শ্রীশ্রীঠাকুর এই দিনে দক্ষিণেশ্বরে শ্রীমাকে সমস্ত রকম ফল নিবেদন করে ষোড়ষী রূপে ত্রিপুরেশ্বরী দেবী হিসেবে পূজা করেন। নিজের সহধর্মীনিকে এইভাবে দেবী জ্ঞানে পূজা করার আর কোনও নিদর্শন জগতে কোথাও নাই। এই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর তো বটেই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

Related News