ইন্দ্রজিৎ আইচ :- কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে আগামী ২০ মে ইডেনে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস । এবার সেই ম্যাচ নিয়ে অভিনব চিন্তা লখনউ শিবিরে। কেকেআরের বিরুদ্ধে সেদিন মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে খেলবেন পান্ডিয়ার নেতৃত্বাধীন এলএসজি।

লখনউ সুপার জায়ান্টসের মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার। এদিকে মোহনবাগানের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যে দল ভবিষ্যতে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে। আইপিএলের মঞ্চে মিলবে আইএসএলের ছোঁয়া। সবুজ মেরুন জার্সির সঙ্গে এ রাজ্যের ফুটবলপ্রেমীদের আবেগ জড়িয়ে আছে।
এদিন দলের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান আর সঞ্জীব গোয়েঙ্কার ছেলে শাস্বত গোয়েঙ্কা সাংবাদিক সম্মেলন করে সেই জার্সি উদ্বোধন করলেন। একইসঙ্গে মোহনবাগানের ইতিহাসের কথাও তারা তুলে ধরেন।

Post Views: 22