প্রদীপ কুমার সিংহ :- ট্রেন দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পাশে। তবে ওই বৃদ্ধার নাম ঠিকানা কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর বুধবার রাত আটটা নাগাদ সোনারপুর 4 নম্বর প্লাটফর্মে পাশে রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই বৃদ্ধা। মাথায় গুরুতর আঘাত লাগে। স্টেশনে জিআরপি ও আরপিএফ কর্মী সহ স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধাকে নিয়ে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে যায়। সেখানকার চিকিৎসক বৃদ্ধার অবস্থার অবনতি দেখে, বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে।রাত নটা নাগাদ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে ওই বৃদ্ধাকে।
বুধবার গভীর রাত্রে ওই বৃদ্ধা মৃত্যু হয় হাসপাতালে। তবে আবার কেউ বলছে বৃদ্ধা ট্রেনে আত্মহত্যা করতে গিয়েছিল।

Post Views: 26