Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। তমলুকে কন্যাশ্রী কাপ ফুটবল চ্যাম্পিয়ান জঙ্গলমহল একাদশ ।।

পূর্ব মেদিনীপুর জেলায় এই সর্বপ্রথম তমলুক রাধাবল্লভপুর ফুটবল ময়দানে “কন্যাশ্রী কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার আয়োজক রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার সকাল ১০ টায় খেলাটির পায়ে বল মেরে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র।



রাধাবল্লভ পুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাবুলাল বিশ্বাস জানিয়েছেন, রাজ্য যুব দপ্তরের অফিস থেকে খেলাধুলা করার জন্য আর্থিক অনুদানের টাকা পেয়েছিলেন । সেই আর্থিক অনুদানের টাকাতে জেলায় এই সর্বপ্রথম কন্যাশ্রী কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন ।

এদিন খেলার মাঠে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়, জেলা পঞ্চায়েত ও গ্রামীন উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজয় বোস, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় -এর অধ্যক্ষ ডঃ আব্দুল মতিন, রাধাবল্লভপুর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি ভট্টাচার্য, দেবশ্রী মাইতি, চঞ্চল খাঁড়া প্রমূখ।


চারদলীয় আমন্ত্রণমূলক কন্যাশ্রী কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন জঙ্গলমহল একাদশ,সাই একাডেমী(কলকাতা), চাকদা নবীন সংঘ ও কলকাতা একাদশ।

খেলায় চ্যাম্পিয়ান কাপ নেয় জঙ্গলমহল একাদশ ও রানার্স চাকদা নবীন সংঘ।

Related News