Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। মোদীর জন্মদিনকে সামনে রেখে দেশ জুড়ে সামাজিক কর্মসূচি বিজেপির ।।

প্রদীপ কুমার মাইতি:-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ৭২ তম জন্ম দিবস উপলক্ষে সেবা পক্ষকাল কর্মসূচি আগামী কয়েক দিন ধরে চলবে। এই সেবা পক্ষ কাল আগামী ২ অক্টোবর পর্যন্ত সারাদেশ জুড়ে চলবে বলে বিজেপি সুত্রে জানা গেছে।


এই সেবা পক্ষকাল কর্মসূচিতে মঙ্গলবার ‘অমৃত সরোবর সচ্ছতা’ অভিযান এর আয়োজন করেন বিজেপি নেতা-কর্মীরা। তাই দেশ, রাজ্য, জেলা, ব্লক, মণ্ডল-সহ আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টি কার্য্যকর্তাগণ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, পুকুর, বদ্ধ জলাশয় পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করেন।

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির এগরা ২ মন্ডলের উদ্যোগে সাহাড়া এলাকায় রাস্তাঘাট, হাইস্কুল চত্বর, পুকুর পরিষ্কার করা হয় ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে। নেতৃত্বে উপস্থিত ছিলেন এগরা ২ মন্ডলের সভাপতি বিমল শীট, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির আমন্ত্রিত সদস্য সিদ্ধেশ্বর মহাপাত্র, মন্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র আচার্য, সুবল সাঁতারা, দেবেন্দ্র মাইতি প্রমুখ।

পাশাপাশি দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে নেতৃত্ব সহ-কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে সচ্ছতা সহ কাঁথি ১৮ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুরিয়া, ধরমপুকুর পরিস্কার করা হয়।।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব নবীন প্রধান, মুনমুন দাস, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশীল দাস, ১৭ নম্বর কাউন্সিলার তাপস দলই, যুব মোর্চা সভাপতি চন্দন জানা, সাহেব গিরি, আনন্দ জানা, সহ বিজেপি একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। বিজেপির এই সামাজিক কর্মসূচিতে খুশি এলাকার বাসিন্দারা।

Related News

Also Read