কাঁথি মেছেদা বাইপাসে তৃণমূল গুমটি ও হকার্স ইউনিয়নের শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে খুঁটি পূজা করা হয়। ফেস্টুন উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ সভাপতি সঞ্জয় মাইতি,সম্পাদক সেক মুজিবুর রহমান,সহ সম্পাদক প্রসূন মাইতি, কোষাধ্যক্ষ তপন মাইতি, হিসাবরক্ষক ভগীরথ মাইতি সহ ইউনিয়নের সকল সদস্য ও সদস্যা গণ।
ইউনিয়নের সভাপতি তথা ভাইস চেয়ারম্যান আগামী বৃহস্পতিবার শ্যামা মায়ের পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় উপস্থিত সকল সদস্য ও সদস্যা গণের কাছে সহযোগিতার অনুরোধ করেন। উপস্থিত সদস্য ও সদস্যা গণ পূজায় যথাসাধ্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
Post Views: 8