বুধবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ দীঘা পাঁশকুড়া গামী লোকাল ট্রেনের সামনে গৃহবধূ ঝাঁপ দেয়। ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ফলে মহিলার দেহ টুকরো টুকরো হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম প্রমীলা দাস (২২) কাঁথি ১ ব্লকের আলালপুর গ্রামের বাসিন্দা সৌমেন দাস এর স্ত্রী প্রমিলা দাস।
স্থানীয় লোকেরা অনুমান স্বামীর সঙ্গে ঝগড়া কারণে আত্মহত্যা করে মহিলা। পরে পুলিশ এসে মহিলার দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ধানের সূত্রে জানা গেছে প্রমিলার বাপের বাড়ি রামনগর ২ ব্লকের মৈতনা গ্রাম। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Post Views: 18