Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের পরিচালিত শতাব্দী মেঘা ফুটবল প্রতিযোগিতা।

হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের পরিচালিত হাজার হাজার দর্শকদের উপস্তিতিতে শতাব্দী মেঘা ফুটবল প্রতিযোগিতা আজ শেষ হলো। ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে উদ্ বাদল মাতৃভূমি ও মা নাচিন্দা স্পোর্টস ক্লাব। দুই দলেই বিদেশি ও দেশী খেলোয়াড়দের নিয়ে দল সাজান। আক্রমণ প্রতি আক্রমণ এর মধ্যে জমজমাট উঠে এই খেলায় উদবাদল মাতৃভূমি ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে।

চ্যাম্পিয়ন দল কে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দল কে ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের স্থায়ী সভাপতি ভূধর চন্দ্র বাগ প্রাধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সদনের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, হেঁড়িয়া হাইস্কুলে প্রধান শিক্ষক নিলেন্দু বাগ, ক্লাব সম্পাদক অরুন বাগ সহ অনান্য অতিথিবৃন্দ। সভা পরিচালনা করেন ক্লাব সভাপতি বিমান নায়ক। সবাই কে অভিনন্দন জানান ক্রীড়া সম্পাদক দীপক ঘোড়ুই গৌতম সামন্ত।

Related News

Also Read