স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব ওয়েস্ট বেঙ্গল অনুমোদিত ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত প্যারা মেডিক্যাল কলেজের উদ্বোধন হয় আজ দুপুরে মেচেদাস্থিত কলেজ ভবনে।
উদ্বোধন করেন প্রখ্যাত চিকিৎসক ডাঃ নিশীথ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। স্বাগত ভাষন দেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শংকর দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর ডাঃ রাম মোহন পড়িয়া,স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সুপ্তি সিনহা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন, অমতি ওরা,মলিনা জানা,দীপ্তি জানা। এই কলেজের ডি এম এল টি কোর্সে আজই ৬ জন পড়ুয়া যোগ দেন। ধন্যবাদ জানান ডাঃ মেহতাব আলি।
Post Views: 16