অধিকারী পলিটিক্স কখনো তৃনমূল করেনা,অধিকারী পলিটিক্স কখনো বিজেপি করে না।অধিকারীরা বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যাবহার করে নিজেদের প্রতিষ্ঠিত করার পলিটিক্স করে।তাই ওদের কথায় ভেসে কোন বিজেপি কর্মী খেজুরীতে কোন তৃনমূল কর্মীর গায়ে হাত দিলে পটাশপুরে বিজেপি কর্মীরা রেহাই পাবেনা,ভগবানপুরে কোন তৃনমূল কর্মীর গায়ে
হাত দিলে পটাশপুরে বিজেপি কর্মীরা রেহাই পাবেনা।বুধবার প্রকাশ্য তৃণমূলের সম্মেলন থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূলের সভাপতি পিযুষকান্তি পন্ডা।যাকে ঘিরে
ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
পটাশপুর এক নম্বর ব্লকের নতুন পুকুর কিষাণ মান্ডিতে পটাশপুর থানা তৃণমূল কংগ্রেসের ১৯ তম বার্ষিক সম্মেলন ছিল।এই সম্মেলনেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক
তন্ময় ঘোষের সামনে কার্যত বিজেপিকে মারের হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূলের সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র পিযুষকান্তি পন্ডা।এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব
মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।
এই সভার শুরু থেকেই কখনও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নাম নিয়ে আবার কখনো নাম না নিয়ে তাঁকে তীব্র আক্রমন করেন ব্লক তৃণমূলের সভাপতি
পিযুষকান্তি পন্ডা।অভিযোগ করেছেন ২০১৯ সালের সময় থেকেই গোপনে গোপনে বিজেপির সাথে আঁতাত রেখেছিলেন।তাই নিজেদের ক্ষমতার স্বার্থে বিজেপিকে দিয়ে তৃনমূল কর্মীকে
পিটিয়েছে,আবার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে তৃনমূল কর্মীর বাড়িতে গিয়ে তাকে বোঝাতে চাইলেন তিনি পাশে।একই সাথে দলের কিছু গোপনে শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছে বলেও
আশংকা প্রকাশ করেছেন পিযুষকান্তি পন্ডা।তথ্য-প্রমান হাতে পেলে সেই বিক্রী হয়ে যাওয়া নেতা-কর্মীদেরকেও দেখে নেওয়ার হুশিয়ারী দিয়েছেন পিযুষকান্তি পন্ডা।