পূর্ব মেদিনীপুর জেলার এগরা – ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের নির্বাচনে এসে তৃনমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন এলাকার তৃনমূল সাংসদ শিশির অধিকারী।
এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ৩৯ জন ভোট দান করতে পারবেন। উল্লেখ্য স্থায়ী সমিতিতে ভোটদানের অধিকার থাকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী,এলাকার বিধায়ক ও এলাকার সাংসদদের। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে রয়েছে ১৯ এবং তৃণমূলের পক্ষে রয়েছে ১৯। দুই দল মিলিয়ে ৩৮টি ভোট হচ্ছে। বাকী ১টি ভোট সাংসদ শিশির অধিকারীর।
স্থায়ী সমিতির নির্বাচনে শিশির অধিকারীকে যোগ দিতে আসতে দেখে পঞ্চায়েত সমিতির সামনে জড়ো হয়ে থাকা তৃনমূল কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।ঘটনাটা নজরে আসতেই পুলিশ সেই তৃনমূল কর্মীদের সরিয়ে দেয়েই বিষয়ে কোন প্রতিক্রিয়া না দিলেও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন শিশির অধিকারী
উল্লেখ্য এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ৩৯ জন ভোট দান করতে পারবেন। উল্লেখ্য স্থায়ী সমিতিতে ভোটদানের অধিকার থাকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী,এলাকার বিধায়ক ও এলাকার সাংসদদের। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে রয়েছে ১৯ এবং তৃণমূলের পক্ষে রয়েছে ১৯। দুই দল মিলিয়ে ৩৮টি ভোট হচ্ছে। বাকী ১টি ভোট সাংসদ শিশির অধিকারীর ।
শিশির বাবু দাবি করেন গত দুই বছর আগে তাঁর ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়ার পর থেকেই তাঁর পরিবারকে আক্রমনের শিকার হতে হচ্ছে।এই প্রসঙ্গে সাংবাদিকেরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করছেন।প্রতিক্রিয়ায় শিশির অধিকারীর দাবি যেমন কর্ম তেমন ফল।সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের উত্তরে কোন দলকে ভোট দেবেন স্পষ্ট করেন নি শিশির অধিকারী।উন্নয়নের পক্ষে ভোট দেবেন বলে জানান।
একই সাথে শিশির অধিকারী দাবি করেছেন গত দুই বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় কোন উন্নয়ন হয়নি।এদিন পঞ্চায়েত সমিতির সামনে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের সাথে শিশির অধিকারীকে হাঁসি মুখে হাতমেলাতে দেখা যায়