Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

প্রবল বর্ষায় কেলেঘাই নদী বাঁধে ধ্বস

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের তালছিটকিনিতে কেলেঘাই নদী বাঁধের কিছুটা অংশ ধ্বসে গেছে । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর, পটাশপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে।

প্রসঙ্গত দু বছর আগে প্রবল বর্ষায় এই তালছিটকিনিতেই ভেঙেছিল কেলেঘাই নদীর বাঁধ। তাই এবারও একই এলাকায় ধ্বস নামায় আতঙ্কের কারণ হয়েছে এলাকার মানুষের কাছে।


গত কয়েক দিনের টানা বর্ষার পরে নদীর দক্ষিণ পাড়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের তালছিটকিনিতে নদী বাঁধের বেশ কিছুটা অংশ বিপজ্জনকভাবে ধসে পড়েছে যদিও কেলেঘাই নদীতে এই মুহূর্তে জল রয়েছে খুব কম

তবুও নদী বাঁধ এই ভাবে ধ্বসে যাওয়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় তবে নদী ধ্বসের খবর পেয়েই তৎপর হয়েছে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে নদী বাঁধ মেরামতির কাজ

Related News

Also Read