ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে । এবার খেজুরিতে সোমবার রাতের অন্ধকারে তৃনমূল বাহিনীর দুস্কৃতীরা তান্ডব চালিয়ে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগালো বলে অভিযোগ। খেজুরির টিকাশী অঞ্চল শাসক দল তৃণমূলের দখলে যাওয়ায় সারা অঞ্চল জুড়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপরে সন্ত্রাস চালাচ্ছে বলে দাবি বিজেপির। যদিও তৃনমূল দাবি করেছে এই ঘটনার সাথে তাদের কেউ যুক্ত নেই।
অভিযোগ সোমবার গভীর রাতে ভারতীয় জনতা পার্টির মন্ডল সাধারণ সম্পাদক গোপাল পালের দুটি বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়।এর ফলে দুটি বাড়ি আগুনে পুরোপুরিভাবে ভষ্মীভূত হয়ে যায় বলে অভিযোগ।
বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। তাঁদের দাবি নিজেদের গোষ্ঠী কোন্দলের শিকার ওই বিজেপি নেতা পরিকল্পিত ভাবে তৃনমূলের উপরে দায় চাপাছে।এই
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। তদন্তে পুলিশ।