এলাকার বিধাইয়কের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মহিষাদলে।শুধু বিধায়ক নয়,পোস্টার পড়েছে প্রার্থীর বিরুদ্ধেও।বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছে তৃনমূল।
ঘাগর, শরবেড়িয়া এলাকায় পোস্টার ঘিরে জোর শোরগোল পড়েছে।
পোস্টারে উলেখ করা হয়েছে, ” বিশেষ বিঞ্জপ্তি- ‘ মহিষাদল ২০৮ এর বিধায়ক, মহিষাদল পঞ্চায়েত সমিতিতে কাকে প্রার্থী করেছেন? বাগদা, বাসুদেবপুর, শরবেড়িয়া,ঘাগরা,গোপালপুর গ্রামে যিনি রাস্তা চিনে না এবং বাড়ি বাড়ি তো দূরের কথা।বড় লজ্জা। ছি: ছি: ছি”
যদিও বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলছেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। তিনি জানান, আমাদের দলে নেত্রীর আঁকা প্রতীকই বড় কথা।বিরোধীরা তাদের পরাজয় বুঝতে পেরে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এর জবাব সঠিক সময়ে পাবে
মহিষাদল ব্লকের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী সুজাতা জানা ফাদিকা জানান, গত ১৩ বছর ধরে আমি মহিষাদলে রয়েছি। মহিষাদলের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। মিথ্যা অভিযোগ তুলে মানুষের মন পাওয়ার চেস্টা করছে বিরোধীরা।এতে লাভ হবে না।
বিজেপির প্রার্থী সুন্দরানন্দ গুড়িয়া জানান, এই ধরনের পোস্টার বিজেপিকে করতে হয় না। তৃণমূলের আভ্যন্তরীণ লোকেরা যারা প্রার্থীকে পছন্দ করেননি তারাই করেছে। যারা দীর্ঘদিন ধরে দল করলো তারা টিকিট না পাওয়ায় এই ক্ষোভ তাদের।