দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করা হলো তাম্রলিপ্ত পৌরসভার বেশ কিছু এলাকায়। দিদির দুত হিসাবে কর্মসূচিতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।
তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পায়রাটুনি এলাকায় দুর্গা মন্ডপে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। সাথে ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌর প্রধান লীনা মাভৈঃ রায়, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া, সহ তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের ১৮ জন তৃণমূলের কাউন্সিলর।
এক নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেঁটে তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। মিড ডে মিল ঠিকমত চলছে কিনা ছাত্র-ছাত্রীরা পোশাক পাচ্ছে কিনা, এরপর তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয় হাই স্কুলে প্রবেশ করেন দিদির দূত বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এভাবেই সারাদিন ধরে চলবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।
এলাকার মানুষের সমস্যার কথা জানতে এবং সমস্যাগুলি কিভাবে মেটানো যাবে তা জানাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিদের এলাকায় এলাকায় পাঠাচ্ছেন। বিধায়কদের কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারছে।কেউ সরকারের কাজের বিরোধীতা করে অভিযোগ করছে আবার কেউ সরকারি কাজের খুশি হয়ে সাধুবাদ জানাচ্ছেন।