Select Language

[gtranslate]
২৩শে আশ্বিন, ১৪৩২ বুধবার ( ৮ই অক্টোবর, ২০২৫ )

হেঁড়িয়ায় বাস-লরীর মুখোমুখি সংঘর্ষ:আহত ২৫ জন যাত্রী

ফের পথ দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। এর জেরে গুরুতর আহত হয়েছে একাধিক বাস যাত্রী।দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কৃষ্ণনগর সংলগ্ন এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে একটি কন্টেনার গাড়ি ও দিঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হয় দুই গাড়ির চালক এবং ১৫ জনেরও বেশি বাসযাত্রী। আশঙ্কাজনক অবস্থায় দুই চালককে প্রথমে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে একজন গাড়র চালককে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে। অপর এক চালককে তমলুক পাঠানো হয়েছে।

পাশাপাশি বাসের মধ্যে থাকা ১৫ জন যাত্রীকেও প্রাথমিক চিকিৎসার জন্য হেঁড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ব্যাপক যানজট তৈরী হয়। দুর্ভোগের শিকার হন বহু সাধান মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related News

Also Read

09:59