বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন 

 ইন্দ্রজিৎ আইচ 

 

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজপুর- সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে আজ ২৫ বৈশাখ শুক্রবার সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করে ২১ নম্বর ওয়ার্ড এডভাইজারি কমিটি। ২১ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম রেল মাঠ থেকে এই বর্ণাঢ্য প্রভাত ফেরির সূচনা হয়। 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গুণী মানুষেরা এই বর্ণাঢ্য প্রভাত ফেরির নেতৃত্বএ ছিলেন।

উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার এবং সভাপতি অভিজিৎ রায় সহ এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা। এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরীতে। ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবতারা প্রাথমিক বিদ্যালয়, নবতারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যানিকেতন, নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট, রামকৃষ্ণ একাডেমি, জেমস পাবলিক স্কুল, কয়েকটি নৃত্য- কলা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।

Related News

05:26