Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নাবিক নাট্যম এর  নাট্যমিলন উৎসবে

কেকা মিত্র :- সাড়ম্বরে পালিত হলো গোবরডাঙ্গা নাবিক নাট্যম আয়োজিত  নাট্যমিলন উৎসবের প্রথম পর্যায়। এই পর্যায়ে শিশু-কিশোরদের নাটক মঞ্চস্থ হয়  গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে দীপা ব্রহ্ম মঞ্চে, গত ২২ এবং ২৩ শে ফেব্রুয়ারি 2025। এই উৎসবে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন  অভিজিৎ চ্যাটার্জী (Administrative and Docomentation Officer, EZCC, Kolkata),  শঙ্কর দত্ত ( পৌর প্রধান, গোবরডাঙ্গা পৌরসভা) সুভাষ দত্ত, ( বর্তমান ৬ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর এবং প্রাক্তন পৌর প্রধান গোবরডাঙ্গা পৌরসভা ),  বাসুদেব কুণ্ডু( ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবরডাঙ্গা পৌরসভা), আশীষ চট্টোপাধ্যায় ( নাট্যকার এবং নির্দেশক গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য সংস্থা), ডক্টর তাপস দাস ( নাট্যকার এবং নাট্য নির্দেশক  এসো নাটক শিখি কলকাতা )।

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই নাট্য মিলন উৎসবের শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান  শংকর দত্ত। উদ্বোধনী পর্বের পর প্রথম নাটক মঞ্চস্থ করেন কলকাতা এসো নাটক শিখি  তাদের নাটক খোয়াইশ, তারপর মঞ্চস্থ হয়  নট এ স্টোরি টেলার এর পুতুল নাটক সুকু টুকুর গল্প বলা এবং এই দিনের শেষ নাটক  দত্তপুকুর দৃষ্টির  লঙ্কা দহন পালা হলভর্তি দর্শকের করতালি এবং অভিনন্দন এর মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। দ্বিতীয় দিন অর্থাৎ ২৩.০২.২০২৫  এর প্রথম নাটক লক্ষণের শক্তি শেল, বিডন স্ট্রিট শুভম নাট্য দলের  ২৭ জন কুশিলব এই নাটকে অংশগ্রহণ করেন, দ্বিতীয় নাটক ছিল বসিরহাট কিংশুকের  তারাপদ  এবং শেষ নাটক  গোবরডাঙ্গা নাবিক নাট্যমের  অস্তিত্ব, তিনটি নাটকই দর্শক প্রশংসিত হয়। শেষ পর্যন্ত দর্শকের উপস্থিতি আবারো প্রমাণ করে সিটি অফ থিয়েটার গোবরডাঙ্গা বাংলা থিয়েটারের একটি অন্যতম পীঠস্থান।

Related News

09:56