খুনের কান্ডে দোষী সাব্যাস্ত স্বামী:ছাড় পেল স্ত্রী - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ১০ই জুলাই, ২০২৫ )

খুনের কান্ডে দোষী সাব্যাস্ত স্বামী:ছাড় পেল স্ত্রী

প্রায় আড়াই বছর আগে এক নৃশংস হত্যাকাণ্ডে বিচার প্রক্রিয়া শেষ হলো আজ কাঁথি মহকুম আদালতে। অতিরিক্ত দায়রা জজ শুভদীপ চৌধুরী এর এজলাসে মামলাটির সম্পূর্ণ বিচার হয়।একজনকে দোষী সাব্যাস্ত করা হয়।

 

এই মামলার সরকারি আইনজীবী মঞ্জুর রহমান খান জানিয়েছেন তেরো জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রত্যক্ষদর্শীর মতামত নেন। অভিযোগ গত ২০২২ সালে ডিসেম্বর মাসে ভগবানপুর থানার মির্জাপুর গ্রামে কোদালের কোপে মৃত্যু হয় মনোরঞ্জন মাইতির। মনোরঞ্জন মাইতির ছেলে বাপি মাইতি ভগবানপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

 

ভগবানপুর থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্ত নন্দদুলাল সি ও তার স্ত্রী কাজল সি কে গ্রেফতার করে। ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়।৬৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয়। তার ভিত্তিতে মামলা চলে ।

 

আজ বিচারপতি শুভদীপ চৌধুরী সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সুধীর মাইতির বয়ান রেকর্ড করে বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখে নন্দদুলাল সি কে দোষী সাব্যস্ত করেন এবং সাক্ষ্য প্রমাণের অভাবে তার স্ত্রী কাজল সিকে ১০ হাজার টাকার জরিমানা করে মুক্তি দেন। আগামীকাল এই মামলার রায় ঘোষণা হবে।

 

এই মামলার সরকারি আইনজীবী মঞ্জুর রহমান খান বলেন বাদী বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন। এই ধরনের সঠিক বিচার হলে আগামী দিনে সমাজে অপরাধ কমবে।

Related News

Also Read

19:14