বিজেপি পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে তৃনমূল - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

বিজেপি পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে তৃনমূল

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের স্বজনপোষন, সরকারী গাছ বেআইনী ভাবে বিক্রী,বৈষম্য আচরন এবং দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে নামলো তৃনমূল।

এই সভাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক ও এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তরুণ কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক , এগরা পৌরসভার কাউন্সিলর সুরজ আলি, জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দু ভুষন গিরি, ও প্রাক্তন উপ প্রধান উদয় শঙ্কর সর ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

বক্তারা তাঁদের ভাষনে বলেন বিজেপি পরিচালিত জুমকি গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে।এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ শুরু করেছে।বলেন আমরাও মানুষের পাশে আছি। তাঁরা হুশিয়ারি দিয়েছেন মানুষের দাবি পুরন না করা হলে এবং স্বজন পোষন – দূর্নীতি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Related News

Also Read

09:23