কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা নিয়ে চর্চা - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা নিয়ে চর্চা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করতেখাকুড়দা ভাগবতীদেবী  শিক্ষক শিখন মহাবিদ্যালয়ের সভাকক্ষে পালিত হলো কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটির ‘মোর মায়ের ভাষা চর্চা’। সেই সাথে এই এলাকার আঞ্চলিক ভাষায় লেখা “ছামু- দুয়ার” পত্রিকা পঞ্চম সংখ্যা প্রকাশিত হলো। ভাষা চর্চা কমিটির  সম্পাদক নরসিংহ দাস বলেন আমরা আমাদের ছেলেবেলা এই এলাকায় কেটেছে। গ্রামের প্রচলিত ভাষা আজকাল ছেলেমেয়েদের মধ্যে সঞ্চারিত করতে এই উদ্যোগ। আগামীদিনে এইভাষা ও  পত্রিকা আরো সমাদৃত হবে আশা রেখে বক্তব্য রাখেন সংস্থার কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. মধুপ দে, এই ভাষার চর্চার ও۔ বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শঙ্কর মিশ্র,  ব্রজগোপাল পড়িয়া, গবেষক ও লেখক অতনু নন্দন মাইতি, কবিতিকা প্রকাশনীর কর্ণধার কমলেশ নন্দ, শান্তনু অধিকারী।, শিক্ষারত্ন সুব্রত মহাপাত্র সহ বিশিষ্টজন। পত্রিকা প্রকাশের সাথে সাথে স্থানীয় ভাষায় তৎক্ষণাৎ কবিতা লেখার প্রতিযোগিতা হয়,  বিভিন্ন গুনিজন স্থানীয় ভাষায় কবিতা পাঠ করেন।  আজকের এই অনুষ্টানে ছামুদুয়ার সম্মান তুলে দেওয়া হয় বরিষ্ঠ লেখক জন্মেঞ্জয় সাহু ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক ড۔বিনয় কুমার চন্দ মহাশয়কে। সংগঠনের তরফে উপস্থিত ছিলেন কমিটির  সহ সম্পাদক মনিকাঞ্চন রায়, সুমিত্রা সাহুগিরি ড۔ প্রসূন পড়িয়া প্রমুখ

Related News

Also Read

18:58