Select Language

[gtranslate]
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ৪ঠা ডিসেম্বর, ২০২৫ )

বকেয়া-সহ বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ

বকেয়া-সহ বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের ভি আর পি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীরা। সোমবার বিকেল থেকে লাগাতার আন্দোলনে নামল গ্রামীণ সম্পদ কর্মীরা। বহুদিন ধরে বকেয়া টাকার দাবিতে ব্লক থেকে জেলা সমস্ত দফতরে বার বার জানিয়েও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এগরা ২ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। দাবি না মেটা পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা।

এ প্রসঙ্গে এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন, এই ব্যাপারটা আমি গুরুত্ব সহকারে দেখছি এবং আমাদের উর্ধতন কতৃপক্ষের কাছে সমস্ত বিষয়টি জানিয়েছি। যাতে তাঁদের বকেয়া তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায়। সেই ব্যাপারে যা যা আমার করণীয় তা করছি। কারণ, তাঁরা আমাদের অনেক কাজে এবং সার্ভেতে সাহায্য করেন। আমিও চাই না তাঁদের কোন অসুবিধা হোক।

তবে আপাতত ভাবে বকেয়া না মেটা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এগরা ২ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। আপাতত ভাবে, এখন এটাই দেখার যে, কবে এই জটিলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে কাজকর্ম না কি লাগাতার আন্দোলন?

Related News

Also Read

13:47