পুলিশ আরও সংবেশনশীল হলে ভালো হতো: বিমান বন্দোপাধ্যায় - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

পুলিশ আরও সংবেশনশীল হলে ভালো হতো: বিমান বন্দোপাধ্যায়

প্রদীপ কুমার সিংহ

বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের অভিযানে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার ঘটনায় পুলিশকে আরও সংবেদনশীল হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।সেই সঙ্গে শিক্ষকদের বিকাশ ভবনের তালা ভেঙে ঢোকার ঘটনাকে সমচীন হয়নি বলে মনে করেন তিনি। সিঁদুর অভিযানে সেনাদের শ্রদ্ধা জানাতে বারুইপুরে পশ্চিম বিধানসভা বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংসদ সায়নী ঘোষ শনিবার বারুইপুর কল্যানপুর পঞ্চানন তলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত একটি মিছিলে পায়ে পা মেলান। দলমত নির্বিশেষে বহু মানুষ এতে অংশগ্রহণ করেছিল তবে মহিলাদের সংখ্যা খুব বেশি ছিল বেশ কিছু বইলা ও পুরুষদের হাতে জাতীয় ফ্লাগ ছিল।

সায়নী ঘোষ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পশ্চিমবাংলার প্রতিটা জেলায় পঞ্চায়েত ব্লক ও পৌর সভাতে শনিবার ও রোববার জাতীয় পতাকা নিয়ে সম্প্রীতি মিছিল হবে সেই অনুযায়ী এই মিছিলের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স এর কর্মীদের। সিঁদুর অভিযানে যে কর্মকাণ্ড তারা দেখিয়েছে পাকিস্তানের ওপর তাদের জন্য আমরা গর্বিত। আজ এই বীর সেনাদের জন্য আমরা সুরক্ষিত আছি।দলমত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে গিয়ে তাদের পাশে সব সময় থাকবো। ভারতের প্রত্যেকটি বিরোধীদলের নেতারা সিদুর অভিযানকে সমর্থন করেছে। আমরা গর্বিত আমরা ভারতীয়।

তবে শনিবার এই কর্মসূচিতে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি এলাকায় এই তিরঙ্গা মিছিল হয়।

আগামীকাল কিছু সৈন্য ও তার পরিবারদের নিয়ে একটি সম্বর্ধনার অনুষ্ঠান হবে বাড়ির উপরে এই কথা জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Related News

20:17