মেছোগ্রামে অসুস্থ ভবঘুরে বৃদ্ধের থেকে উদ্ধার লক্ষাধিক টাকা - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে শ্রাবণ, ১৪৩২ রবিবার ( ৩রা আগস্ট, ২০২৫ )

মেছোগ্রামে অসুস্থ ভবঘুরে বৃদ্ধের থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

প্রায় ৭০ উর্দ্ধ বৃদ্ধ অসুস্থ ভবঘুর এর কাছ থেকে উদ্ধার হল প্রায় রাতে লক্ষাধিক টাকা।যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া থানার অন্তর্গত মেছোগ্রাম বাজারে।

জানা গেছে গত কয়েকদিন আগে জাতীয় সড়কের পাশে টোটো দুর্ঘটনায় জখম হন প্রায় সত্তর উর্দ্ধ বৃদ্ধ ভবঘুরে।কয়েকদিন মেছোগ্রামেই অন্যান্য ভবঘুরেদের সঙ্গে ব্রিজের তলায় পড়েছিল ওই ব্যক্তি। তবে অসুস্থ থাকার কারণে পাঁশকুড়া থানার অন্তর্গত এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার নজরে আসে ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে।

এরপর যখন বৃহস্পতিবার বার রাতে হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করার সময় ওই ভবঘুরে বৃদ্ধের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়। তবে এত টাকা দেখে রীতিমতো চমকে ওঠেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তারাশঙ্কর বাস্কে।

এরপর ওই সিভিক ভলেন্টিয়ার পাঁশকুড়া থানায় খবর দেয়। এরপর পুলিশ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে তাকে চিকিৎসার জন্য পাঠায়। ভবঘুরে বৃদ্ধের কাছে এত টাকা দেখে রীতিমত চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়া এলাকায়।এখন প্রশ্ন একটাই এই বৃদ্ধ ভবঘুরে এতো টাকা পেল কোথায়?

Related News

Also Read

23:14