Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সভা

অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সভা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বেসরকারি  হোটেলে  অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিদ্বজনেরা এবং সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ।

সভায় পৌরহিত্য করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মনজুর রহমান খান । সাধারণ সম্পাদক শেখ নুর ইসলাম বিগত ১০ বছরে নানাবিধ জনমুখী পরিষেবার তথ্য তুলে ধরেন।অন্যতম সদস্য প্রধান শিক্ষক তুহিন মাইতি সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন। 

কসবাগোলা হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল খান  বলেন এই সংগঠন আজ দীর্ঘ ১০ বছর ধরে মুমূর্ষ রোগীদের পাশে রক্তদানের মত মহৎ কার্য ছাড়া অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো থেকে বহু জনমুখী সেবা করে আসছে। তিনি আরো বলেন এই সংগঠন দুঃস্থ নিপীড়িত , অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তা থেকে  আর্থিক সহায়তা করে থাকে।

আজকের এই সভায় সংগঠনের একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। সংগঠনের মহিলা নেত্রী দেবিকা মুদি প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বিশিষ্ট শিক্ষা অনুরাগী মনজুর আলী সাহা এবং মিডিয়া সেলের সম্পাদক আখতার আলী বর্তমান সমাজে নীতি শিক্ষার ভীষণ প্রয়োজনের কথা উল্লেখ করেন।ডা: কাশেত খান সংগঠনের সদস্যদের এলাকাভিত্তিক নানাবিধ সমস্যার লিস্ট তৈরি করে কাজে নামার আহ্বান জানান। আজকের সভায় বহু যুবকেরা উৎসাহিত হয়ে নতুন সদস্য রুপে যোগদান করেন।সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হাই এবং ক্রীড়া সম্পাদক নেইমুল কাদেরী, আব্দুল আলী সাহা,সেক আজহার, শেখ সাভার ও অন্যান্যরা।

সভাপতির মতে সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে দুই দিনব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই কর্মসূচির মধ্য দিয়ে গত দশ বছরের সংগঠনের কার্যপ্রণালী একটি পত্রিকার মাধ্যমে প্রকাশ করে জনগণের সামনে তুলে ধরা হবে এবং সেই  দুইদিন কর্মসূচির মধ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, অসহায় অবহেলিত মানুষদের অন্ন ভোগ প্রদান,অসুস্থ রোগীদের ফল বিতরণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা এবং নানাবিধ ঐতিহ্যমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একগুচ্ছ জনমুখী পরিষেবা গ্রহণ করা হবে।

Related News

09:56