পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি ৩ নং ব্লকের দেবেন্দ্র অঞ্চলের বলাগেড়িয়া এলাকায় নবারুণ সংঘের পরিচালনায় এক বর্ণাঢ্য অন্ন মহোৎসব অনুষ্ঠিত হয়। এই মহোৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্যন্ত সকলেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা ।
বিধায়ক এর উপস্থিতি এই মহোৎসবকে এক নতুন মাত্রা পেয়েছিল। তিনি শুধু উপস্থিত ছিলেন না, বরং সক্রিয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমি সবসময় জনগণের সাথে থাকতে ভালোবাসি। এই ধরনের অনুষ্ঠানে এসে আমি নিজেকে তাদেরই একজন মনে করি।”সাধারণ মানুষও বিধায়কের এই ভূমিকায় অত্যন্ত খুশি। তাদের মতে, বিধায়ককে এত কাছ থেকে পাওয়া এক আনন্দের ব্যাপার।

Post Views: 14