নিকটে সফল পূর্ব মেদিনীপুরে শুভাঙ্গী - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৪ই শ্রাবণ, ১৪৩২ মঙ্গলবার ( ২৯শে জুলাই, ২০২৫ )

নিকটে সফল পূর্ব মেদিনীপুরে শুভাঙ্গী

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বড়রাঙ্কুয়া গ্রামের বাসিন্দা  শুভাঙ্গী দে।সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় আর এবারে শত প্রতিকুলতাকে হারিয়ে  অভাবনীয় সাফল্য অর্জন করে নজির গড়লো ।বড়রাঙ্কুয়ার শুভাঙ্গী দে পরীক্ষার মোট ৭২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৬।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক দুদিন আগের সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যু হয় তার বাবার। বাবার এই আকস্মিক মৃত্যুতে পরিবারের সকলের মতো  কান্নায় ভেঙে পড়ে শুভাঙ্গী। কিন্তু হাল ছেড়ে দেয়নি ।

তার বাবার স্বপ্ন ছিলো মেয়ে ডাক্তার হবে।বাবার স্বপ্ন পুরন করার জন্য ১ বছর কঠোর পরিশ্রম করে এবারে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় (নেট) বসে।

তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সহ সকল শিক্ষক শিক্ষিকারা।

Related News

09:24