Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

এগরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রাস্তা-নিকাষির বেহাল দশা।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রাস্তা-জল নিকাষি ব্যবস্থার বেহাল দশা। দিন দিন এলাকার মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে রাস্তা। একটু বৃষ্টি হলেই জমে হাটু জল। জল যন্ত্রণায় বিপর্যস্ত এলাকাবাসী।

এলাকাবাসী ক্ষোভ উগরেছে একরাশ। প্রাক্তন কাউন্সিলর নব কুমার ঘোড়াই জানিয়েছে দু বছরে কোন কাজ হয়নি। যার কারণে জল জমে থাকে দীর্ঘদিন। নিকাশি ব্যবস্থা একেবারেই নেই।

এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ক জানিয়েছে ড্রেন তৈরির জন্য দেড় কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে। শীঘ্রই কাজ শুরু হবে। শীঘ্রই মেরামতি না হলে নিকাশি ব্যবস্থা ঠিক না হলে দীর্ঘ আন্দোলনের নামবে এলাকাবাসী। এলাকাবাসী এই পৌরবোর্ডকে অপদার্থ বলে অভিযোগ করতে ছাড়েনি।

Related News

03:56