কাঁথি মুসলিম শরাহ্ কমিটির অন্তর্গত স্থানীয় মুসলিম বস্তির উদ্যোগে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দারুয়া কারবালার ময়দানে মিল্লাত মঞ্চে।মহরম উপলক্ষে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয় ।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি সেক মোহঃ আব্দুর রহমান মনি। উপস্থিত ছিলেন স্থানীয় মুসলিম সাত বস্তি সভাপতি মাসিউদ্দিন আলমগীর, ওমর ফারুক, সেক রাজ মোহম্মদ,সেক আলেম,সেক রফিকুল তেহরান হোসেন, আক্তার আলি খান প্রমূখ।
এই শিবিরে প্রথমে স্বেচ্ছায় রক্তদান করেন স্থানীয় মুসলিম সাত বস্তির সভাপতি মসিউদ্দিন আলমগীর, তাঁকে পুষ্প স্তবক সংবর্ধনা জানান মুসলিম শরাহ্ কমিটির সভাপতি সেক মোহঃ আবদুর রহমান, এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দান করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একই পরিবারের মা ছেলে চারজন রক্তদান করে। শিবিরে মহল্লাদার ও গ্রামের সদস্যগণ রক্তদান করেন।
রক্তদান শিবির প্রসঙ্গে মুসলিম শরাহ্ কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন “মহরমে তারওয়াল খেলায় রক্তক্ষয় না করে, মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এগিয়ে আসে রক্ত দান করুন।”আপনার এই রক্ত একজনকে নতুন জীবন দিতে পারে।”
আয়োজক স্থানীয় মুসলিম বস্তির সভাপতি মসিউদ্দিন আলমগীর বলেন “কাঁথি মুসলিম শরাহ্ কমিটির অন্ত র্গত ১১৭ টি গ্রাম রয়েছে। আগামী দিনে আমরা যাতে করে প্রত্যেক মাসে এক একটি গ্রামে একটা রক্তদান শিবিরের আয়োজন করা উদ্যোগ গ্রহণ করেছি।” রক্ত সংগ্রহ করেন কাঁথি মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক।